ভেজালবিরোধী অভিযান শুরু চিংড়িতে সাগু জেলি ও লোহা

নিজস্ব প্রতিবেদক

অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে চিংড়ির ওজন বৃদ্ধির জন্য এখন মাছের মধ্যে জেলি, সাগু, পানি, পাউডার ও সাদা লোহা প্রবেশ করাচ্ছেন। এতে মাছ যেমন পুষ্টিগুণ হারাচ্ছে তেমনি ক্রেতারা ঠকছেন। বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। গতকাল রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব-২ পরিচালিত এক অভিযানে প্রায় পাঁচ হাজার কেজি ভেজাল চিংড়ি ও নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয় এবং ভেজালের জন্য ৮জন অসৎ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কাদির মিয়া এবং মৎস্য অধিদফতরের কর্মকর্তা মো. নাজিম আহমেদের সমন্বয়ে এক ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। কারওয়ানবাজার মৎস্য মার্কেটে চালানো অভিযানে মো. শফিকুর ইসলাম, মো. তরিকুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. আল আমিন, বাবুল, ফয়েজউদ্দিন, আল-আমিন ও মো. আক্তারুজ্জামান নামের ৮ ব্যবসায়ীর প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fourteen =

Back to top