ম্যাগি নুডলস এখন জ্বালানি পণ্য!

খাবার টেবিলের নুডলস ব্যবহার হচ্ছে জ্বালানি হিসেবে। সুইস বহুজাতিক খাদ্য ও পানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান নেসলের ইনস্ট্যান্ট নুডলস ম্যাগির ঠিকানা এখন কারখানার চুল্লি। ভারতের কেন্দ্রীয় খাদ্যসুরক্ষা ও মাননিয়ন্ত্রক সংস্থার (এফএসএসএআই) নিষেধাজ্ঞার মুখে বাজার থেকে প্রত্যাহার করে নেয়া ম্যাগি ধ্বংসের প্রক্রিয়া হিসেবেই এটি করা হচ্ছে। গত বুধবার ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়। কর্ণাটকে ওয়াড়ির কালাবুর্গি জেলায় অবস্থিত এসিসি সিমেন্ট কারখানাসহ অন্তত পাঁচটি কারখানায় ম্যাগি বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। এ বিষয়ে একটি ভিডিও-ও প্রকাশ পেয়েছে। এসিসি সিমেন্ট কারখানার প্রধান আরএস বিরদর সংবাদ মাধ্যমটিকে বলেন, বাজার থেকে তুলে নেয়া ম্যাগি নুডলসগুলোকে গুঁড়া করে ৪০ মিলিমিটার সাইজের টুকরো করা হয়েছে। এরপর অন্যান্য বর্জ্য পদার্থ, যেমন তুষের সঙ্গে মিশিয়ে বয়লারে দেয়া হচ্ছে জ্বালানি হিসেবে। এর আগে ৫ জুন মাত্রাতিরিক্ত সিসা ধরা পড়ার অভিযোগে ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের কেন্দ্রীয় খাদ্যসুরক্ষা ও মাননিয়ন্ত্রক সংস্থার (এফএসএসএআই)। নির্দেশনায় সংস্থাটি বলে, ম্যাগির নয়টি অনুমোদিত ইনস্ট্যান্ট নুডলসের সবকয়টি পরীক্ষায় বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। তাই এসব নুডুলস বাজার থেকে প্রত্যাহার করতে হবে।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Back to top