জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি বিভিন্ন অপরাধে ২৫টি প্রতিষ্ঠানকে ১.৪৫ লক্ষ টাকা জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের মোট ৯ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা, পটুয়াখালী, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বরিশাল, মানিকগঞ্জ ও শরীয়তপুরে আজ বাজার তদারকি করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আতিয়া সুলতানার নেতৃত্বে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য পণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়ের অপরাধে দি গাউছিয়া হোটেল ও রেষ্টুরেন্টকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং আতিক প্রিন্স রেস্তোরাকে ৭,০০০/- (সাত হাজার) টাকা, পণ্যের মোড়কে এম আরপি লেখা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ইউনেসা ফার্মাকে ১৫,০০০/- (পনের হাজার) টাকাসহ মোট ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়।
পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্বে পটুয়াখালীর ইশ্বরগঞ্জ উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩,০০০/- (তের হাজার) টাকা, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে নাটোরের নলডাঙা উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৬,০০০/- (ছয় হাজার) টাকা, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে রাজশাহী সদরে ৩টি প্রতিষ্ঠানকে ১৮,০০০/- (আঠার হাজার) টাকা, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- (পনের হাজার) টাকা, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলামের নেতৃত্বে গাইবান্ধা সদরে ৩টি প্রতিষ্ঠানকে ৫,৫০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকা, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে বরিশালের গৌরনদী বাজার উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ২৯,০০০/- (উনত্রিশ হাজার) টাকা, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারুক আহমেদের নেতৃত্বে মানিকগঞ্জের পাটুরিয়া উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৯,৫০০/- (নয় হাজার পাঁচশত) টাকা ও শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে শরীয়তপুরের গাজীরহাট উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৭,০০০/- (সাত হাজার) টাকা পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য পণ্য তৈরি, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ প্রভৃতি অপরাধে জরিমানা আরোপ করা হয়।
আজকের ৯টি বাজার তদারকিতে ২৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১,৪৫,০০০/- (এক লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট মহানগর ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, ক্যাব, মৎস্য অধিদপ্তর, চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসন এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

20 − five =

Back to top