ভান্ডারিয়ায় ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু : চিকিৎসকসহ গ্রেফতার ২ ক্লিনিক সীলগালা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শাপলা নামে একটি ক্লিনিকে বুধবার সন্ধ্যায় ভুল অপারেশনে নাসরিন বেগম (২৫) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত স্থানীয়রা ক্লিনিকে ভাংচুর চালায়। খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশ চিকিৎসক নজরুল ইসলাম ও ক্লিনিক মালিক স্বপনের ভাই চিকিৎসা সহকারী আঃ আজিজকে গ্রেফতার করেছে। মৃতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান সরদার এর মেয়ে নাছরিন বেগমকে বুধবার সকালে ওই ক্লিনিকে ভর্তি করা হলে দুপুর ২.৩০ টার দিকে চিকিৎসক
নজরুল ইসলাম আপারেশন করেন। এসময় এ্যানেসথেসিওলজিষ্ট চিকিৎসক না থাকলেও চিকিৎসক নজরুল ঝুঁকি নিয়ে অপারেশন করেন। অপারেশন করার পর থেকে রোগীকে সিটে না নেয়ায় রোগীর অভিভাবক বার বার ডাক্তারের কাছে গেলেও তারা বলে একটু পরে বেডে নেওয়া হবে। কিন্তু ২/৩ঘন্টা পরে চিকিৎসক বেরিয়ে এসে রোগীর অবস্থা খারাপ বলে জানিয়ে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ পালানোর চেষ্টা করেন । এসময় রোগীর অভিভাবকরা ক্লিনিক অবরুদ্ধ করে রেখে প্রশাসনকে খবর দিলে উপজেলা প্রশাসন ভর্তিকৃত রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করে। এ ঘটনায় থানা পুলিশ তাৎক্ষনিকভাবে চিকিৎসককে গ্রেফতার করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এদিকে উক্ত ডাক্তার ও ক্লিনিকের মালিকের শাস্তির দাবীতে দফায় দফায় জনতার বিক্ষোভ মিছিল চলতে থাকে তখন পুলিশ তিনতলায় পালিয়ে থাকা ডাঃ নজরুল ইসলাম ও ক্লিনিক মালিক স্বপনের ভাই গৌরিপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সহকারী আঃ আজিজকে গ্রেফতার করে। পরে ক্লিনিকটি সীল গালা করে দেয়া হয়। নবজাতক শিশু পুত্রটি সুস্থ্য আছে বলে মৃতের পরিবার সূত্রে জানা যায়। একই ক্লিনিকে মমতাজ বেগম পাখি নামের অপর এক প্রসূতি রোগীর অবস্থার অবনতি হলে ক্লিনিকের নিজস্ব এ্যম্বুলেন্স না থাকায় উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের সহায়তায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে মেয়ে হত্যার অভিযোগে চিকিৎসক নজরুল ইসলাম, ক্লিনিক মালিক স্বপন ও ক্লিনিক মালিকের ভাই চিকৎসক সহকারী আঃ আজিজসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মামলা করেন নাসরিনের পিতা শাহজাহান সরদার।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 8 =

Back to top