পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে

সরকার পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ ব্যবহারকারীদের বিরুদ্ধে সতর্কতা জারি করে বলেছে, ম্যান্ডেটরি ঝুট প্যাকেজিং আইন-২০১০ বাস্তবায়নে আগামি ২৫ অক্টোবর থেকে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য পাটের ব্যাগে প্যাকেজিং করা বাধ্যতামূলক করা হবে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বাংলাদেশ সচিবালয়স্থ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজিং এর জন্য পাটের ব্যাগ ব্যবহার করা নিশ্চিত করবে। তিনি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পলিথিন ব্যাগ ব্যবহারকারী ব্যবসায়ী অথবা স্টেক হোল্ডারদের লাইসেন্স বাতিল করা হবে। আজম আরো বলেন, পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে আগামি ২৫ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে। তিনি এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সহযোগিতা করার জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিমন্ত্রী পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব উল্লেখ করে বলেন, আইনের যথাযথ বাস্তবায়নের পর স্থানীয়ভাবে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বলিষ্ঠ পদক্ষেপে দেশের পাট চাষীরা এ বছর সুফল পেয়েছে। তিনি বলেন, আমাদের পাট শিল্প এবং পাট চাষীদের জীবন মানের উন্নয়ন এই আইন কার্যকরের ওপর নির্ভর করছে।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =

Back to top