প্রাণের পানির বোতলের ভিতর শেওলা দেখা যাচ্ছে

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ব্বর এলাকায় প্রাণ কোম্পানির ডিলারের দোকানে রাখা বোতলে শেওলা শনাক্ত করা হয়েছে। এ শেওলাযুক্ত কোমল পানি বিক্রি করায় জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রাণ কোম্পানির ওই জান্নাতি ট্রেডার্সের মালিক জামাল হোসেন দীর্ঘদিন ধরে মিনারেল ওয়াটার বিভিন্ন দোকানে সরবরাহ করছেন। বেশ কিছুদিন ধরে বিশুদ্ধ পানিতে শেওলা ধরা পড়লেও ডিলার ও কোম্পানি কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিচ্ছেন না। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয় সংবাদ কর্মীদের জানালে, তারা দোকানে গিয়ে দেখা যায় বোতলগুলো শেওলা দিয়ে পরিপূর্ণ। তবে দোকান মালিক জামাল উদ্দিন জানান, প্রাণ মিনারেল ওয়াটারের ৫০০ মিলিলিটার বোতল বিক্রির সময় শেওলা ধরার পর বিষয়টি সম্প্রতি কোম্পানিকে জানানো হয়। কিন্তু এখনও তারা এগুলো ফেরত নেয়নি। বরং বোতলের গায়ে লেখা উৎপাদন মেয়াদ শেষ হওয়ার পর সেগুলো ফেরত নেবে বলে ওই কোম্পানি জানিয়েছে। প্রাণ ড্রিঙ্কস গ্রুপের সিরাজগঞ্জের টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) ওয়াজেদ আলী জানান, দেড় বা দুই মাস আগে বোতলের পানিতে শেওলা জমাট বাধার বিষয়টি আমাদের নজরে আসে। সম্প্রতি জান্নাতি ট্রেডার্সে সরবরাহকৃত বোতলে ছত্রাক দেখা দেয়ায় হাফ লিটারের ৩০ কার্টন পানির মধ্যে এরই মধ্যে ১০ থেকে ১২ কার্টন কোম্পানিকে ফেরত পাঠানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাণ ড্রিঙ্কস গ্রুপের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তফা কামাল জানান, ৪৫০ ফুট গভীর থেকে পাওয়ার পাইপ দ্বারা পানি উত্তোলন করে বোতলজাত করা হয়ে থাকে। মাস দুইয়েক আগে ওই পাইপে ফাটল দেখা দেয়ায় পাইপের ভেতরে ত্রুটিজনিত কারণে বোতলজাত পানিতে এ শেওলা ধরা পড়ছে।
এ সম্পর্কে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Back to top