পাঁচ কোটি টাকার ওষুধ কসমেটিকস জব্দ

রাজধানীর মহাখালী ও গাজীপুরের টঙ্গীর চার কারখানায় অভিযান চালিয়ে ৫ কোটি ১৬ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ ও কসমেটিকস জব্দ করেছে র‌্যাব। সোমবার র‌্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত এসব দ্রব্য জব্দ ও ৬ জনকে জেল-জরিমানা করেন। এ সময় কারখানাগুলো সিলগালা করে দেয়া হয়। র‌্যাব-২-এর উপপরিচালক দিদারুল আলমের নেতৃত্বে একটি টিম দুপুরে মহাখালী এলাকার পিনাকল সোর্সিং লিমিটেড এবং এর শাখা হলি ড্রাগস ল্যাবরেটরিজ, হলি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও টঙ্গীর জি কে ফার্মায় অভিযান চালায়। অভিযানকালে পিনকলের সিইও দেবাশিষ ভট্টাচার্য, এজিএম রোকনুজ্জামান, মার্কেটিং ইনচার্জ সাখাওয়াত হোসেন, কারখানা ইনচার্জ রাসেল আকন্দ, ফাইন্যান্স ইনচার্জ এসএম হাসান ও স্টক ইনচার্জ তপন খানকে আটক করা হয়। এসব প্রতিষ্ঠান থেকে হলি স্যালাইন, পিনাগ্রোস, অ্যাজমাসেফ, নিউরোভিট, সাফিনসহ বিভিন্ন ধরনের ১১ লাখ ৮০ হাজার পিস ট্যাবলেট, ক্যাপসুল ও এক লাখ তিন হাজার বোতল সিরাপ জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ৫ কোটি ১৬ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে পিনাকল সোর্সিংয়ের সিইও দেবাশিষ ভট্টাচার্য ভ্রাম্যমাণ আদালতকে বলেন, ২০০৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের ওষুধ প্রশাসন অধিদফতরের কোনো লাইসেন্স নেই। এছাড়া প্রতিষ্ঠানটি ওষুধ প্রশাসন অধিদফতর ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মাল্টিলেভেল মার্কেটিং কো¤পানির মতো হকারের মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রি করে।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

14 + seventeen =

Back to top