মতলবে ভেজাল কারখানার সন্ধান আটক ৪

মতলবের বরদিয়া আড়ংবাজার এলাকা থেকে ভেজাল কারখানার সন্ধান পাওয়া গেছে। গত ২৭শে ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জুঁই ফুড প্রোডাক্ট ও জুঁই ওয়েল নামে ভেজাল খাদ্যদ্রব্যের কারখানায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন মতলব দক্ষিণ থানার ওসি মোহুম্মদ কুতুব উদ্দিন। জানা যায়, দীর্ঘ ৩ বছর যাবৎ এ এলাকায় মো. রোমান সরকার এ ব্যবসা পরিচালনা করে আসছে। রোমান সরকারের নিজ বাড়ি মতলব উত্তরের দক্ষিণ রামপুরের ভেদুরিয়া গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বেআইনিভাবে পরিচালনা করে আসছে। এখানে চানচুর, নারিকেল তেলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করে বিক্রি করছে। এ ব্যবসার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে ম্যানেজার মো. সবুজ (৪০), রুবেল খান (৩২), কাইছার (২৯), এমদাদুল হক (৩৬)। এ খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক রোমান সরকার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

1 × one =

Back to top