ঢাকায় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Source: Aparadh Bichitra

অবি ডেস্ক: মহানগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১২টি প্রতিষ্ঠানকে ৯৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকার সূত্রাপুর থানা এলাকায় এই অভিযান (বাজার তদারকি) পরিচালনা করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আরেফিন জানান, ৪৩ ধারায় হোটেল সোহাগকে ১৫ হাজার, ৩৮ ধারায় বাগদাদ স্টোরকে ২ হাজার, আজগর এন্টারপ্রাইজকে ৩৮ ধারা ১ হাজার, মাংসের দোকানদার একরাম মাহাজনকে ১ হাজার, লালবাবু এন্টারপ্রাইজকে ১ হাজার, ৩৭ ধারায় দেশ বাংলা ফার্মেসিকে ২ হাজার ও ৩৮ ধারায় মা ব্রয়লারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, ৩৮ ধারায় মা-বাবার দোয়া খাসি ও গরুর মাংস দোকানকে ১ হাজার,
আল আমিন জেনারেল স্টোরকে ২ হাজার, ৩৭ ধারায় মামা ভাগিনা স্টোরকে ২ হাজার, ৪৩ ধারায় ক্যাফে শাহী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার, ৪৫ ধারায় বিজয়নগরে স্বপ্ন সুপার শপকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

5 + nine =

Back to top