নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি

Source: Aparadh Bichitra

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মোড়কে মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অপরাধে রাজধানীতে ১৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৩, ৪৫ ও ৫১ ধারায় ১৮ প্রতিষ্ঠানকে দুই লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কালু মাংসের দোকানকে ৫ হাজার, আমার মায়ের দোয়া জেনারেল স্টোরকে ৫ হাজার, রাব্বানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার, টিএইচ ফার্মাকে ২০ হাজার, খাজা গরীবে নেওয়াজ হোটেলকে ৫ হাজার, পাবনা বাংলা রেস্তোরাঁকে ৩৫ হাজার, স্বপ্ন সুপার শপকে ২০ হাজার এবং জমজম আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার, আলম স্টোরকে ১০ হাজার, রিফাত জেনারেল স্টোরকে ১৬ হাজার, মিম ডিপামেন্টাল স্টোরকে ৮ হাজার, সেভেন ডে রিচকে ৭ হাজার, সেলিম স্টোরকে ৭ হাজার, এস এম মৃধা ফার্মেসিকে ৮ হাজার, মা হালিমকে ১৫ হাজার, আনোয়ারের মাংসের দোকানকে ৫ হাজার, ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার এবং লাকী জেনারেল স্টোরকে ৮ হাজার টাকা। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, আফরোজা রহমান, রজবী নাহার রজনী এবং ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানে সার্বিক সহযোগিতা করে মিরপুর থানা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ এর সদস্যরা।

Print Friendly, PDF & Email

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

twenty + 18 =

Back to top