সাতটি প্রতিষ্ঠানকে দু লক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা

Source: Aparadh Bichitra

সাদা চালকে লাল রঙ মিশিয়ে লাল চাল বানিয়ে বিক্রি করা হচ্ছে! জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আরেফিন বাজার তদারকিতে গিয়ে এ ঘটনা দেখেছেন। বৃহস্পতিবার (১৬ মে) তিনি এ বাজার তদারকি করেন।

মাসুম আরেফিন জনমত ডটকমকে বলেন, ‘জুরাইন রেলগেট বাজারে এ ঘটনা ঘটেছে। সাদা চালকে লাল কালার মিশিয়ে লাল চাল বানিয়ে বিক্রির অপরাধে জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জুরাইন রেলগেট কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকায় আরও দুটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ’ মাসুম আরেফিন আরও জানান, ঢাকা মহানগরীর কদমতলী ও শ্যামপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ অপরাধে আজিজিয়া মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক উৎপাদন ও মেয়াদহীন রঙ ব্যবহার করার অপরাধে চিশতিয়া ফুড প্রোডাক্টসকে এক লাখ ৫০ হাজার, অনুমোদনহীন পণ্য উৎপাদনের অপরাধে ও উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় শাহেনশাহ বেকারি অ্যান্ড ফাস্টফুডকে ৫০ হাজার, অস্বাস্থ্যকর উপায়ে ইফতার সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের করার অপরাধে পপুলার রেস্টুরেন্টকে ৫০হাজার টাকাসহ মোট সাতটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের, জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি ও বাংলাদেশ আর্মড পুলিশের (এপিবিএন-১২) সদস্যরা সহযোগিতা করেন। সাতটি প্রতিষ্ঠানকে দু লক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা।বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম এ জনাব মোঃ মাসুম আরেফিন সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এর নেতৃত্বে

Print Friendly, PDF & Email

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

two + 18 =

Back to top