সিলেটে পরীক্ষায় নকলের দায়ে চার ছাত্র-শিক্ষক বহিষ্কার

সিলেটের কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষায় নকল ও সঙ্গে মোবাইল পাওয়ায় চার ছাত্র-শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার দুটি কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- কোম্পানীগঞ্জের থানা সদর সরকারি মডেল স্কুলের একজন, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের একজন ও টুকেরবাজার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একজন। এছাড়াও থানা সদর সরকারি মডেল স্কুল কেন্দ্রের হল পরিদর্শক ঢালারপার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম জাহানকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বলেন, পরীক্ষায় নকল ও মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল স্কুল কেন্দ্র থেকে দুইজন ও টুকেরবাজার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা এ বছর পরীক্ষায় অংশ নিতে পারবে না। এছাড়াও দায়িত্ব পালনে অবহেলার কারণে দুই বছরের জন্য সহকারী শিক্ষক সেলিম জাহানকে পরীক্ষার হল ডিউটির দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

ছামির মাহমুদ/আরএআর/এমকেএইচ

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

Back to top