ভেজাল স্যানিটাইজার তৈরিতে জড়িত ৭ জন কারাগারে

চলমান করোনাভাইরাস মহামারিতে নকল ও ভেজাল স্যাভলন, হেক্সিসল ও হ্যান্ড স্যানিটাইজার তৈরি চক্রের সাত সদস্যের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ শুনানি শেষে এ আদেশ দেন।

রোববার (২১ জুন) রাজধানীর কোতয়ালী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার তাদের সাত জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন কোতয়ালী থানা পুলিশ।অপরদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া সাত আসামি হলেন- মো. মোহসিন (২৪), মো. আব্দুল কাদের (৫৯), মো. ডালিম (২৪), মো. আব্দুর রউফ (৪০), মো. নূরু মিয়া (৫০), মো. রতন মিয়া (৩৩) ও মো. ইসমাইল আহমেদ।

এর আগে শুক্রবার কোতয়ালী থানাধীন বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে তাদের তৈরিকৃত ১৯০০ লিটার নকল ও ভেজাল স্যাভলন এবং ৫০০ লিটার নকল ও ভেজাল হেক্সিসল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

জেএ/এমএফ/এমএস

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

four + seven =

Back to top