ভারতে করোনায় মৃত্যু ৪৮ হাজার ছাড়াল

নয়াদিল্লী, ১৪ আগস্ট- ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) মৃত্যু ৪৮ হাজার ছাড়িয়েছে। করোনা শনাক্ত হয়েছে প্রায় ২৪ লাখ ৬০ হাজার মানুষের।

দ্য হিন্দুর শুক্রবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, দেশটিতে করোনায় মারা গেছেন ৪৮ হাজার ১৫০ জন। শনাক্ত হয়েছে ২৪ লাখ ৫৯ হাজার ৪৬৬ জন রোগী।

গত কয়েক দিন ধরে দৈনিক করোনা শনাক্তে বিশ্বে শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। কেবল একদিনেই ৭০ হাজারের বেশি করোনা রোগী শনাক্তের কথা জানায় বৃহস্পতিবার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজারের বেশি মানুষ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারতে মোট করোনা সংক্রমণের ৮০ শতাংশই ১০ রাজ্যে।

করোনা শনাক্তের হিসাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। আর মৃতের হিসাবে যুক্তরাজ্যকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে দেশটি।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক করোনা শনাক্তের সংখ্যা ২ কোটি ১০ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৭ লাখ ৫৪ হাজার মানুষ।

সূত্র : দেশ রূপান্তর
এম এন / ১৪ আগস্ট

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

18 + 11 =

Back to top