নরসিংদীতে নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত

নরসিংদী, ২৬ আগস্ট – নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯১ জনে।

বুধবার (২৬ আগস্ট) রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলা এলাকায় ৯ জন, পলাশে ৫ জন ও শিবপুরে উপজেলা এলাকায় একজন রয়েছে।

আরও পড়ুন: বাড়ি থেকে ডেকে নিয়ে শত শত মানুষের সামনে পিটিয়ে হত্যা!

এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে নরসিংদী জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ১৭৮জনের। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১০ হাজার ১৬৮টি নমুনার। তার মধ্যে মোট এক হাজার ৯৯১ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ১১৯০ জন, শিবপুরে ১৯৯ জন,পলাশে ১৮৮ জন, মনোহরদীতে ১৩৬ জন, বেলাবোতে ১৩৩ জন ও রায়পুরা উপজেলা এলাকায় ১৪৫ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ২৫০ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ১০ জন।
আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত আইসোলেশনমুক্ত হয়েছেন ১ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে সদর উপজেলায় সদর ১০৩২ জন, শিবপুরে ১৭১ জন, পলাশে ১৪৭জন, মনোহরদী ১০৪ জন, বেলাব ১০৫ জন ও রায়পুরা উপজেলা এলাকায় ১৩০জন রয়েছেন।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৪২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ২৫ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরায় ৬ জন, পলাশে ২ জন, মনোহরদীতে ২ জন ও শিবপুরে একজন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৬ আগস্ট

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

7 − three =

Back to top