বাগেরহাটে নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত

বাগেরহাট, ২৬ আগস্ট – বাগেরহাটে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬৮ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। করোনা আক্রান্তদের মধ্যে ১৯ জন মারা গেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: জোয়ারের পানিতে ভাসছে সুন্দরবনের করমজল

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছে বাগেরহাট সদর উপজেলায় ৬ জন, ফকিরহাট উপজেলায় ৪ জন, মোল্লাহাট উপজেলায় ৩ জন, শরণখোলা উপজেলায় ২ জন ও মোরেলগঞ্জ উপজেলায় ২ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬৮ জনে। জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ১৯ জন মারা গেছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। অন্যরা হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

নতুন করে করোনা আক্রান্তদের সংর্স্পসে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ২৬ আগস্ট

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

seven − 4 =

Back to top