বারান্দায়-ছাদে বসে নকল করে চলছে একাদশ–দ্বাদশ–ডিগ্রির পরীক্ষা
ডিগ্রি পার্ট–১, ডিগ্রি পার্ট-২, একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছে। কেউ পরীক্ষা দিচ্ছেন ছাদে বসে। কেউ বারান্দায় বসে। কেউবা মাঠে বসে দিচ্ছেন পরীক্ষা। আর পরীক্ষায় নকল চলছে দেদার। দেখে মনে হতে পারে পিকনিকে বসে কিছু একটা হচ্ছে। এমন পরীক্ষা হয়েছে ভারতের বিহার রাজ্যর মুঙ্গেরে।
সূত্র: , https://www.prothomalo.com/education/higher-education/23rdp5urv6
0 Comments