অনুমোদনহীন নৌযান কেন চলছে
স্থানীয় লোকজনের অভিযোগ, টেকনাফ-সেন্ট মার্টিনে নৌপথে চলাচলকারী স্পিডবোটের অধিকাংশই পুরোনো। সরকারের কোনো দপ্তরের অনুমোদন ছাড়াই এসব স্পিডবোট চলাচল করে আসছে। প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৭০০ টাকা ভাড়া আদায় করা হয়। অনেক সময় ৮০০-১০০০ টাকা পর্যন্ত জোরপূর্বক ভাড়া আদায় করা হয়। প্রশ্ন হচ্ছে, ৩৩ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিতে একটা স্পিডবোটের কয় লিটার জ্বালানি লাগে?
সূত্র: , https://www.prothomalo.com/opinion/editorial/5u7ewbt7z9
0 Comments